ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার 2022 : উত্তীর্ণ দল , মাঠ
আপনি কি ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার 2022 এর উত্তীর্ণ দলের নাম জানেন ? অথবা কাতারে কোন কোন মাঠে খেলা হবে তা জানেন ? না জানলে ঠিক জায়গাতেই এসেছেন আজকে আপনারা ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার 2022 ফুটবল মাঠের নাম নিয়ে বিস্তারিত জানতে পারবেন।
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার 2022 এশিয়া মহাদেশের হতে যাওয়া দ্বিতীয়। ফিফা ফুটবল বিশ্বকাপ। সবশেষ 2002 সালে এশিয়া মহাদেশের দক্ষিণ কোরিয়া ও জাপান ফুটবল বিশ্বকাপ আয়োজন করার মর্যাদা অর্জন করেন । দীর্ঘ 20 বছর পর আবারও হতে চলেছে ফুটবলের মহা লড়াই ফিফা ফুটবল বিশ্বকাপ 2022 । এই কাতার ফুটবল বিশ্বকাপ 2022 সবশেষ 32 টি দল নিয়ে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ। কাতার বিশ্বকাপ 2022 শুরু হবে 21 নভেম্বর এবং শেষ হবে 18 ডিসেম্বর 2022 তারিখে। এবারের কাতার বিশ্বকাপ 2022 অনুষ্ঠিত হবে কাতারের পাঁচটি শহরের মোট আটটি মাঠে 32 দলের প্রতিদ্বন্দ্বিতার সাথে । 32 টি দলের প্রত্যেককে বাছাই পর্ব পেরিয়ে খেলতে হবে কাতার ফুটবল বিশ্বকাপ 2022।
Table of contents
table of contents (toc)
কাতার বিশ্বকাপ 2022 উত্তীর্ণ দলের তালিকা:
- কাতার
- জার্মানি
- ডেনমার্ক
- ব্রাজিল
- ফ্রান্স
- বেলজিয়াম
- ক্রোয়েশিয়া
- স্পেন
- সার্বিয়া
- ইংল্যান্ড
- সুইজারল্যান্ড
- নেদারল্যান্ডস
- আর্জেন্টিনা
- ইরান
- দক্ষিণ কোরিয়া
- জাপান
- সৌদি আরব
- ইকুয়েডর
- উরুগুয়ে
- কানাডা
- ঘানা
- সেনেগাল
- তিউনিশিয়া
- মরক্কো
- ক্যামেরুন
- পর্তুগাল
- পোল্যান্ড
- মেক্সিকো
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ওয়েলস
- অস্ট্রেলিয়া
- কোস্টারিকা
কাতার বিশ্বকাপ 2022 : মাঠ
কাতার বিশ্বকাপ 2022 এর মাঠের সংখ্যা আটটি। এই কাতার বিশ্বকাপ 2022 এর 8 ই মাঠ তৈরি করা হয়েছে কাতারের পাঁচটি শহরে । চলুন জেনে নিই কাতার বিশ্বকাপ 2022 এর মাঠের নাম, শহরের নাম, ধারণ ক্ষমতা সম্পর্কে:
- মাঠের নাম: লুসাইল আইকনিক স্টেডিয়াম ; শহর: লুসাইল ; মোট ধারণক্ষমতা: 80 ,000
- মাঠের নাম: এডুকেশন সিটি স্টেডিয়াম ; শহর আল রাইয়ান ; ধারণক্ষমতা: 45 হাজার 350 জন
- মাঠের নাম: আহমেদ বিন আলী স্টেডিয়াম ; শহর: আল রাইয়ান ; ধারণক্ষমতা: 45000 (প্রায়)
- মাঠের নাম: খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম ; শহর : al-wakrah ; ধারণক্ষমতা: 80 হাজার জন
- মাঠের নাম: আল জানুব স্টেডিয়াম ; শহর : al-wakrah ; ধারণক্ষমতা : 40 হাজার জন
- মাঠের নাম: আল বাইত স্টেডিয়াম ; শহর: আল খুর ; ধারণক্ষমতা: 60000 জন
- মাঠের নাম : রাস আবু আবুদ স্টেডিয়াম ; শহর : দোহা; ধারণক্ষমতা: 80000 জন
- মাঠের নাম : আল সুমামাহ স্টেডিয়াম ; শহর : দোহা ; ধারণক্ষমতা: 80 হাজার জন
আরো পড়ুন:
এই ছিল কাতার বিশ্বকাপ 2022 এর উত্তীর্ণ দলের নাম মাঠের নাম শহরের নাম জানতে পারলেন ফিফা ফুটবল বিশ্বকাপ 2022 এর উত্তীর্ণ দলের নাম মাছর নাম