শাওমির বহুল ব্যবহৃত ফোন গুলোর মধ্যে রেডমি সর্বাধিক পরিচিত স্বল্পবাজেট কিংবা মধ্যম বাজেটের ফোন । শাওমি রেডমি ফোন স্বল্পমূল্যের সার্ভিস একশো তে একশো দেয়। সেজন্য আপনাদের অনেকেরই প্রথম পছন্দ শাওমি রেডমি ফোন। আপনি যদি তাদের মধ্যেই একজন হন আর খুঁজে থাকেন ২০ হাজার টাকার মধ্যে সেরা শাওমি রেডমি ফোন ২০২২ তাহলে ঠিক জায়গাতেই এসেছেন।
আজকে আমি আপনাদের দুইটি ২০ হাজার টাকার মধ্যে সেরা শাওমি রেডমি ফোন ২০২২ সম্পর্কে বলবো। এই দুইটি ২০ হাজার টাকার মধ্যে সেরা শাওমি রেডমি ফোন ২০২২ এর সব কয়টি ফোনই আপনার নাগালের মধ্যে আছে। আপনি যদি এই দুইটি ২০ হাজার টাকার মধ্যে সেরা শাওমি রেডমি ফোন ২০২২ গুলোর মধ্যে কোনটির কেনার জন্য আগ্রহী হন তাহলে লেখা গুলো মনোযোগ দিয়ে পড়ুন।
Table of contents
(toc) #tittle(Table of contents)
২০ হাজার টাকার মধ্যে সেরা শাওমি রেডমি ফোন ২০২২
শাওমি রেডমি নোট ১১ – ২০ হাজার টাকার মধ্যে সেরা শাওমি রেডমি ফোন ২০২২
শাওমি রেডমি নোট ১১ এসেছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি + AMOLED স্ক্রীন নিয়ে । শাওমি রেডমি নোট ১১ এর ডিসপ্লের নিরাপত্তা দিতে আছে তৃতীয় প্রজন্মের গরিলা গ্লাস এর তিনটি ভিন্ন ভিন্ন রংয়ের উপলভ্য আছে। এই রং তিনটি হলো গ্রাফাইট গ্রে , স্টার ব্লু এবং পার্ল হোয়াইট । শাওমি রেডমি নোট ১১ এ আছে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থনকারী দুইটি ন্যানো সিম কার্ড সাপোর্টেড সিম স্লটের পাশাপাশি এটার ইউএসবি টাইপ সি। এটি তৃতীয় প্রজন্মের গরিলা গ্লাসের সাথে প্লাস্টিক বডি দিয়ে তৈরি।
শাওমি রেডমি নোট ১১ দৈর্ঘ্য হে ১৫৯.৯ মিলিমিটার প্রস্থ ৭৩.৯ মিলিমিটার এবং ৮.১ মিলিমিটার পুরু এবং ওজন ১৭৯ গ্রাম । শাওমি রেডমি নোট ১১ এর রিফ্রেশ রেট ৯০ হার্জ । শাওমি রেডমি নোট ১১ এর পিছনের ক্যামেরা চারটি , এগুলোর রেজুলেশন ৫০ + ৮ + ২ + ২ মেগাপিক্সেলর । এই ফোনের পিছনের ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেল এর ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারা যাবে। শাওমি রেডমি নোট ১১ এর সামনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফুল এইচডি ভিডিও করতে পারে ।
শাওমি রেডমি নোট ১১ ফোনটিতে ৫০০০ মেগা এম্পিয়ারের non-removable লিথিয়াম পলিমার ব্যাটারি আছে। এটির সাথে ৩৩ ওয়াটের শক্তিশালী চার্জিং ক্ষমতা থাকার জন্য মাত্র ৬০ মিনিটে ১০০% চার্জ হয়ে যায় । এই অসাধারণ ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ( MIUI ১৩ ) দিয়ে পরিচালিত হবে । কোয়ালকম স্নাপড্রাগন চিপসেটের সাথে অক্টাকোর প্রসেসর আছে এই ফোনটির। এটির র্যাম ৪ জিবি ও ৬ জিবি এবং রম ৬৪ জিবি ও ১২৮ জিবি , সাথে ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট আছে।
এই ফোনটি ৩.৫ মিলিমিটার জ্যাক এর সাথে ১৯২ কিলোহার্জের অডিও শোনার অভিজ্ঞতা দেবে। ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক সিস্টেম আছে শাওমি রেডমি নোট ১১ ফোনে ।
এক নজরে শাওমি রেডমি নোট ১১
নাম | শাওমি রেডমি নোট ১১ |
---|---|
দাম |
৳১৬,৪৯৯ ৪/৬৪
৳১৭,৪৯৯ ৪/১২৮
৳১৮,৯৯৯ ৬/১২৮
|
ডিসপ্লে | ৬.৪৩ ইঞ্চি , ফুল এইচডি |
র্যাম ( RAM) | ৪ ও ৬ জিবি |
রম (ROM) | ৬৪ ও ১২৮ জিবি |
প্রসেসর | অক্টাকোর |
সামনের ক্যামেরা | চারটি , ৫০ + ৮ + ২ + ২ মেগা পিক্সেল |
পেছনের ক্যামেরা | ১টি , ১৩ মেগা পিক্সেল |
ব্যাটারি |
৫০০০ মেগা এম্পিয়ার লিথিয়াম পলিমার |
শাওমি রেডমি নোট ১০ – ২০ হাজার টাকার মধ্যে সেরা শাওমি রেডমি ফোন ২০২২
শাওমি রেডমি ১০ এসেছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি + এলসিডি বিশাল ডিসপ্লে নিয়ে। এই ফোনটি দুইটি রঙে উপলভ্য আছে । রং দুটি হলো কার্বন গ্রে এবং সি ব্লু । শাওমি রেডমি ১০ চতুর্থ প্রজন্মের একটি ফোন। এটি দুটি হাইব্রিড ন্যানো সিম সাপোর্ট করে। শাওমি রেডমি ১০ ব্লুটুথ ভার্সন ৫.১ ইউএসবি ভার্শন ২.১ এর সাথে ইউএসবি-টাইপ সি সাপোর্টেড। শাওমি রেডমি ১০ প্লাস্টিক বডির সাথে তৃতীয় প্রজন্মের গরিলা গ্লাস দিয়ে বাইরে থেকে ফোনটির নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
শাওমি রেডমি ১০ ফোনের দৈর্ঘ্য ১৬২ মিলিমিটার প্রস্থ ৭৫.৫ মিলিমিটার ও ৪.৯ মিলিমিটার পুরু । শাওমি রেডমি ১০ এর ওজন ১৮১ গ্রাম । এই ফোনটি মাল্টিটাচ ও ৯০ হার্জ রিফ্রেশ রেটের সাথে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি ১০৮০ + ২৪০০ পিক্সেলের এলসিডি স্ক্রীন নিয়ে তৈরি। শাওমি রেডমি ১০ এর সামনের ক্যামেরা চারটি এগুলো রেজুলেশন যথাক্রমে ৫০ + ৮ + ২ + ২ মেগাপিক্সেল। সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল।
শাওমি রেডমি ১০ ফোনটি ৫০০০ মেগা এম্পিয়ার ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৯ ওয়াটের রিভার্স চার্জিংয়ে সক্ষম। শাওমি রেডমি ১০ ফোনটি অপারেটিং সিস্টেম ১১ (MIUI ১২.৫ ) পরিচালিত হবে। মিডিয়াটেক হেলিও জি ৮৮ চিপসেটের সাথে এই ফোনে আছে অক্টাকোরের প্রসেসর , ৪ জিবি ও ৬ জিবি র্যাম আর রম ৬৪ জিবি রম ১২৮ জিবি । শাওমি রেডমি ১০ ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট , ফেস আনলক আছে।
এক নজরে শাওমি রেডমি ১০
নাম | শাওমি রেডমি ১০ |
---|---|
দাম |
৳১৪,৯৯৯ ৪/৬৪
৳১৬,৯৯৯ ৬/১২৮
|
ডিসপ্লে | ৬.৫ ইঞ্চি , ফুল এইচডি |
র্যাম ( RAM) | ৪ ও ৬ জিবি |
রম (ROM) | ৬৪ ও ১২৮ জিবি |
প্রসেসর | অক্টাকোর |
সামনের ক্যামেরা | চারটি , ৫০ + ৮ + ২ + ২ মেগা পিক্সেল |
পেছনের ক্যামেরা | ১টি , ৮ মেগা পিক্সেল |
ব্যাটারি |
৫০০০ মেগা এম্পিয়ার লিথিয়াম পলিমার |